How to Make Your Wife Happy (with Pictures)
লকডাউনের এই একঘেয়েমী আর অস্বস্তিকর সময়ে ঘরে সুখ-শান্তি ধরে রাখার জন্য পুরুষদেরকে সহজ কয়েকটি টিপস দিচ্ছি। পালন করুন আর ফল পেলে আমার জন্য দোয়া করুন।
১. ইশ! তুমি কাজ করতে করতে ঘামলে তোমাকে যা সুন্দর লাগেনা কি বলবো! কপাল থেকে নাকের দুপাশ বেয়ে নেমে আসা ঘামের ফোটাগুলো যেন মাধবকুন্ডের ঝরণাধারার ঝকঝকে পানির ফোটার মতন চিকচিক করে উঠে। (৮বার)
২.সারাদিন কত্তো কাজ করো তুমি! একটু রেস্ট নাও। আমি ফ্যানটা বাড়িয়ে দিচ্ছি। (৭বার)
৩. নিজের প্রতি নজর দাওতো একটু। (১০বার)
৪. তোমার পরিবারের লোকজন আসলে খুবই ভাল। সুশিক্ষায় মানুষ করেছে তোমায়। (৫০ বার)
৫. লকডাউনটা কবে যে শেষ হবে! তোমায় নিয়ে একটু কক্সবাজার ঘুরতে যাবো আর একসেট গলার হার বানাতে হবে। (২০বার)
এখন এইসকল অমৃতবাণী প্রতিদিনই স্ত্রীর সামনে বারবার জপলে গৃহশান্তি বজায় থাকবে সুনিশ্চিত।
আমি জানি আপনার অন্তরআত্মা আপনাকে এটা করতে বাধা দেবে, কিন্তু মনে মনে সাহস সঞ্চয় করে বলেই ফেলুন।
এখন যেহেতু মসজিদ, মন্দির, গির্জা সব বন্ধ। সুতরাং শান্তির স্বার্থে এই মিথ্যায় পাপ লাগার চান্স নেই বললেই চলে।
বিঃ দ্রঃ তবে স্ত্রী ধুরন্ধর হলে বুঝেশুনে এগোবেন।
এখন যেহেতু মসজিদ, মন্দির, গির্জা সব বন্ধ। সুতরাং শান্তির স্বার্থে এই মিথ্যায় পাপ লাগার চান্স নেই বললেই চলে।
বিঃ দ্রঃ তবে স্ত্রী ধুরন্ধর হলে বুঝেশুনে এগোবেন।
0 Comments